Wednesday, January 6, 2016

জান নগর গ্রাম পঞ্চায়েত এর প্রতি //



মাননীয়
প্রধান মহাশয় সমীপেষু
জান নগর গ্রাম পঞ্চায়েত
রতুয়া মালদহ





মহাশয়
             অধীনের বিনীত নিবেদন এই যে , আমি আপনার গ্রাম পঞ্চায়েত অন্তর্গত জান নগর গ্রামের অধিবাসী । পারিবারিক কিছু কারনে বিশেষ করে আমার মায়ের সাথে মতপার্থক্যের আমি জান নগর গ্রামে যাওয়া আসা বন্ধ হয়ে যায় । আমি আমার জমি বাস্তু টি অনিল ঘোষ কে চাষাবাদ করার জন্য দিই । কিন্তু সেই সুযোগে অনিল ঘোষ আমার বৃদ্ধা মাকে সেখান উচ্ছেদ করে সেই জমি দখল করে নেয় । যাকে দেখাশুনার দায়িত্ব দিয়ে ছিলাম সেই ব্যক্তি এই রকম জঘন্যতম অপরাধ করে । এমনকি তার মৃত্যু সংবাদ পর্যন্ত আমাকে দেয়নি ।
অতএব মহাশয়ের নিকট বিনীত নিবেদন এই যে আমার জন্ম ভুমি বাস্তু জমি টি যাতে ফেরত পাওয়া যায় তার ব্যবস্থা করবেন । এই ব্যপারে আপনার কাছে বিনীত নিবেদন আপনি উদ্যোগ নিয়ে আমার জমিটি ফেরত পাবার ব্যবস্থা করবেন । আপনার উত্তরের আশায় রইলাম ।

আমার জমির বিবরণ ।



 যুগল কিশোর ঝা
jugaljha@gmail.com
M.9474546803



অনিল ঘোষের প্রতি //




প্রিয় অনিল
                 অনেক ব্যথা যন্ত্রণা নিয়ে তোমাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি । কারন তুমি আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার পরিবার প্রতি জঘন্য অপরাধ করেছ । ঈশ্বর তোমার বিচার করবে । কর্ম সুত্রে আমি দুর্গা পুরে বসবাস করছিলাম ।আমার সাথে আমার মায়ের মতপার্থক্য এর জন্য আমি অভিমানে জান নগর যাওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম । আমার মা সেখানে বসবাস করছিল একা তার সুযোগ তার কাছ থেকে তুমি তাকে আমার বাস্তু থেকে জোড় করে তাকে উচ্ছেদ করেছ । তোমাকে আমি আমার ঐ জমি চাষাবাদ করার জন্য দিয়েছিলাম । এমনকি তুমি তার মৃত্যু সংবাদ পর্যন্ত আমার কাছে গোপন করে গেছ । আর তুমি আমার ঐ বাস্তুতে চাষাবাদ করছ । আমি ইতিমধ্যে স্থানীয় পঞ্চায়েত কে লিখিত ভাবে জানিয়েছি । এক জন বিধবার সাথে তুমি যে জঘন্য অপরাধ করেছ তার ফল ইশ্বর তোমাকে দেবে ।
যাইহোক আমি অতীত নিয়ে আলোচনা করতে চায় না ।তোমাকে যে কথা বলতে চায় যে তুমি আমার উক্ত জমিতে সমস্ত প্রকার চাষাবাদ বন্ধ কর । আমি সেখানে আমার পূর্ব পুরুষের স্মৃতিতে  একটি মন্দির , তারা দেবী নামে অনাথ বৃদ্ধাশ্রম , গড়ে তুলতে চায় । যেখানে আমি অনাথ বৃদ্ধ বৃদ্ধা দের সেবা করব । এর অন্যথা করলে তোমাকে আইনের সামনে দাড় করাবো ।  যেখানে তোমার বিরুদ্ধে এক বিধবার সম্পত্তি কেড়ে নেওয়া ও তাকে তিলে তিলে তাকে মৃত্যু র দিকে ঠেলে দেওয়ার অপরাধে । আশা করি তুমি আমার বাস্তু থেকে অবিলম্বে তোমার হাত গুটিয়ে নেবে ।
তোমার উত্তরের আশায় রইলাম ।

                                                                                                        শুভেচ্ছান্তে
                                                                                        যুগল কিশোর ঝা
    1/1/2016                                                                                 jugaljha@gmail.com
                                                                   mobile. 9474546803

Wednesday, December 30, 2015

একটি সুন্দর সমাজের স্বপ্নে পথ চলা

ছয়ের দশকে ছাত্র আন্দোলনে মধ্য দিয়ে কমিউনিস্ট আন্দলন জড়িয়ে পড়ে ছিলাম , মার্ক্স লেনিন,স্তালিন ,মাও সে তুং , হ চি মিন , চে গুয়েভারা আমাদের স্বপ্নের নায়ক । তারা একটা সুন্দর পৃথিবী ও সমাজের কল্পনা করে ছিলেন যে খানে শোষণ থাকবে না । মানুষ মানুষ কে ভাল বাসবে । বিশ্বাস থাকবে ,হিংসা দ্বেষ প্রতিহিংসা প্রসঙ্গ থাকবে না । আর থাকবে প্রশ্ন করার অধিকার আর উত্তর খোজা । শোষণ হীন সমাজ গড়তে দেশে দেশে কমিউনিস্ট  পারটি গড়ে উঠেছিল আর তার শাখা হিসাবে এরা কাজ করত । কিন্তু ১৯৯২ সালে উপলব্ধি করলাম পূর্ব ইউরোপ ও সোভিয়েত রাশিয়ার ঘটনাবলি আমাকে ভাবিয়ে তুলেছিল । পার্টির আদর্শের মধ্যে সমস্যা আছে । আর সংগঠন এর মুল সুত্র গণতান্ত্রিক কেন্দ্রি কতা সুত্রতেই গোলমাল আছে ।সর্ব স্তরে স্থাবক দের দাপট বৃদ্ধি , কমিউনিস্ট দের বাংলা মানুষ অনেক সুযোগ দিয়েছে । সুযোগ সন্ধানীরা দলে স ত নিষ্ঠা বান কর্মী দূরে সরিয়ে দিয়েছে । আমি দেখেছি দলে ভিন্ন মত পোষণ করলে স্তাবক দের দিয়ে হেনস্থা । সেদিন দলের এই অধঃ পতনের স্থানীয় স্তরে বিভিন্ন ভাবে আমি দেখেছি । আজও আমি নিয়মিত কমিউনিস্ট পত্র পত্রিকা পাঠ করি । রাজ্যের মানুষ কমিউনিস্ট শাসনের পরিবর্তন করে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠা করে ছিল । কিন্তু এরা মানুষের প্রত্যাশা পুরনের ব্যর্থ । মমতা ব্যানারজি নিজেই শেষ করে দেবেন কারন তার দল সেই আপনাদের মাতব্বর বসে পড়েছে । মমতা ব্যানারজি পক্ষে সম্ভব নয়  এদের নিয়ন্ত্রন করা ।  তাই বাংলা তার ভুল সং শোধন করবে । কিন্তু এদেশের কমিউনিস্ট আন্দোলনের তো ভুলে ভরা তাই একুশ শতকে কলকাতা প্লেনাম পথ দেখাবে আশা করে ছিলাম পথ দেখাবে । কারন কমিউনিস্ট পার্টি তার মতাদর্শের কারনে ভারতের জনগণের কাছে পৌছাতে পারে নি । বাংলা তাদের সুদীর্ঘ ৩৪ বছর গণতান্ত্রিক কাঠামো তে তিনটি রাজ্যে ক্ষমতায় এমনকি এই বুর্জুয়া ব্যবস্থা তে প্রধান মন্ত্রীর পদের সুযোগ দিয়ে ছিল । তারা সে সুযোগ ব্যবহার করতে পারেনি । জন্ম কাল থেকে তাদের প্রধান শত্রু  নির্ধারণ করতে পারেনি । আমাদের কমিউনিস্ট দের কোন সংস্কার আন্দোলনে  অংশ নেয়নি । তাদের উদ্যেশ্য রাজনৈতিক রাষ্ট্র ক্ষমতা দখল । এরা চুপ থাকছে ভোট কমে যাবে বলে । তাদের ভাবতে হবে নিজেদের জীবন চর্চা কাজ ও বাস্তব যেন এক হয় । ভিতরে বাহিরে দ্বিচারিতা নিয়ে আমাদের কমরেড ঘাড়ে পৈতা শাল গ্রাম শিলা পুজা করে কমিউনিস্ট দর্শনের কথা শোনাবেন এই পথে জনগণ তান্ত্রিক বিপ্লব হবে না এই কথা বলার সুযোগ হয়ে ছিল শ্রদ্ধেয় বিমান বসু কে আমি আসছিলাম অটল বিহারী বাজপেয়ী জনসভা থেকে । কোল্ড ফিল্ড এক্সপ্রেস হাওড়া থেকে দুর্গা পুর আসার ট্রেনে কথা হয়েছিল । আশা বিমান বাবুর স্মরণে আছে আর আমি অটল বিহারী জনসভা থেকে ফিরছিলাম সেখানে তিনি আমার পিঠে হাত দিয়ে বলে ছিলেন " বেটা জিনে কে লিয়ে কিত্নে ধন চাহিয়ে "
আজ তার স্বপ্নের ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিকে এগিয়ে চলেছে ।

Thursday, November 26, 2015

গুরুজি সুরেশ শ্রী মালী

                                                                                                                              দুর্গা পুর বর্ধমান      
                                                                                                                             রাস পূর্ণিমা ২৬/১১/১৫


নমস্কার গুরুজি

                         আমি একজন আপনার একান্ত ভক্ত । শ্রী মালী ব্রাম্নন সমাজের শিরমনি আপনি । আপনি যেভাবে হিন্দু সমাজের আচার বিধি কে হিন্দু সমাজের কাছে তুলে ধরছেন তাতে আমরা গর্বিত । আমি চাই আপনার হাত ধরে বাংলা তে আপনার চিন্তা ভাবনা কে তুলে ধরতে । আপনি দুরগাপুরে আসুন । আপনার  সং স্থা শাখা গড়ে তুলে আমি হিন্দু ধর্মের জন্যে কিছু কাজ করতে চাই আশা করি গুরুদেব আপনি আমার এই স্বপ্ন পুরন করবেন .

jugalkishore jha
protyyi housing complex
bhairabtala bamunara
DURGAPUR BURDWAN
WEST BENGAL
M. 09474546803
                                                                                                        আপনার
                                                                                                   যুগল কিশোর ঝা
                                                                                                 


বাবার চিঠি

                                                                                                                     ২৬/১১/২০১৫
                                                                                                                   দুর্গা পুর  বর্ধমান




স্নেহের অনিরুদ্ধ
                           আমার ভাল বাসা রইল । আশা করি ভাল আছো । যে কথা বলার জন্যে আমার এই চিঠির অবতারণা তা হল আনেকে বলছে ইন্টারনেট যুগে চিঠি লিখে মনের কথা আদান প্রদান হত তা আর হয়না । তা সঠিক নয় । বরং ইন্টারনেট কে মানুষ তার সুযোগে ব্যবহার করতে পারে ।
                                                     
                                                                                                     ইতি তোমার বাবা