Wednesday, January 6, 2016

অনিল ঘোষের প্রতি //




প্রিয় অনিল
                 অনেক ব্যথা যন্ত্রণা নিয়ে তোমাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি । কারন তুমি আমার সরলতার সুযোগ নিয়ে তুমি আমার পরিবার প্রতি জঘন্য অপরাধ করেছ । ঈশ্বর তোমার বিচার করবে । কর্ম সুত্রে আমি দুর্গা পুরে বসবাস করছিলাম ।আমার সাথে আমার মায়ের মতপার্থক্য এর জন্য আমি অভিমানে জান নগর যাওয়া আমি বন্ধ করে দিয়েছিলাম । আমার মা সেখানে বসবাস করছিল একা তার সুযোগ তার কাছ থেকে তুমি তাকে আমার বাস্তু থেকে জোড় করে তাকে উচ্ছেদ করেছ । তোমাকে আমি আমার ঐ জমি চাষাবাদ করার জন্য দিয়েছিলাম । এমনকি তুমি তার মৃত্যু সংবাদ পর্যন্ত আমার কাছে গোপন করে গেছ । আর তুমি আমার ঐ বাস্তুতে চাষাবাদ করছ । আমি ইতিমধ্যে স্থানীয় পঞ্চায়েত কে লিখিত ভাবে জানিয়েছি । এক জন বিধবার সাথে তুমি যে জঘন্য অপরাধ করেছ তার ফল ইশ্বর তোমাকে দেবে ।
যাইহোক আমি অতীত নিয়ে আলোচনা করতে চায় না ।তোমাকে যে কথা বলতে চায় যে তুমি আমার উক্ত জমিতে সমস্ত প্রকার চাষাবাদ বন্ধ কর । আমি সেখানে আমার পূর্ব পুরুষের স্মৃতিতে  একটি মন্দির , তারা দেবী নামে অনাথ বৃদ্ধাশ্রম , গড়ে তুলতে চায় । যেখানে আমি অনাথ বৃদ্ধ বৃদ্ধা দের সেবা করব । এর অন্যথা করলে তোমাকে আইনের সামনে দাড় করাবো ।  যেখানে তোমার বিরুদ্ধে এক বিধবার সম্পত্তি কেড়ে নেওয়া ও তাকে তিলে তিলে তাকে মৃত্যু র দিকে ঠেলে দেওয়ার অপরাধে । আশা করি তুমি আমার বাস্তু থেকে অবিলম্বে তোমার হাত গুটিয়ে নেবে ।
তোমার উত্তরের আশায় রইলাম ।

                                                                                                        শুভেচ্ছান্তে
                                                                                        যুগল কিশোর ঝা
    1/1/2016                                                                                 jugaljha@gmail.com
                                                                   mobile. 9474546803

No comments:

Post a Comment